আগামীকাল (১৭ জানুয়ারী) সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ৫ম জাতীয় যুব কনভেনশন ২০২৫ সকাল ৯টার পরিবর্তে বাদ জুম’আ শুরু হবে।
জানা যায়, ১৭ জানুয়ারী সকাল ১০-১১ টা পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা থাকায় জনস্বার্থে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার রাত ৯টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশন বাস্তবায়ন কমিটির এক জরুরী বৈঠকে এই নতুন সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে কেন্দ্রীয় সভাপতি বলেন, সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের নতুন নির্দেশনা অনুযায়ী সকাল ১১ টার পূর্বে রিজার্ভ বাস শহরের অভ্যন্তরে প্রবেশ করবে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পরীক্ষার হল সংশ্লিষ্ট এলাকায় জমায়েত না হওয়ার জন্য বলা হয়েছে।
বাদ জুমা অনুষ্ঠিতব্য কনভেনশনে প্রধান আতিথি হিসেবে জাতির উদেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
কনভেনশনে যথাসময় আসার জন্য যুব সমাজের প্রতি কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন আহবান জানিয়েছেন।
কেএল/