ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেছেন, স্বাধীন দেশে সন্ত্রাস লুটেরা ও চাঁদাবাজের ঠাঁই নেই। ৫ আগস্টোত্তর একশ্রেণির চাঁদাবাজ, লুটেরা ও সন্ত্রাসীরা নতুনভাবে মাথা গজিয়েছে। এখনি এদের রুখতে না পারলে হাজারো লাশের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ম্লান হয়ে যাবে। যা কোনো অবস্থাতেই হতে দেয়া যায় না।
নেতৃদ্বয় আরও বলেন, বিভিন্ন স্থানে দখল পাল্টা দখল, হামলা-মামলার খবর পাওয়া যাচ্ছে। এ হামলা-মামলায় একটি রাজনৈতিক দলের নাম আসছে বার বার। আমরা স্পষ্ট বলতে চাই হামলা মামলার জন্য দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি। নাগরিক অধিকার খর্ব হয় এমন কিছুই বরদাশত করা হবে না।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, আপনারা নির্ভয়ে কাজ করুন। কোনো চাঁদাবাজ লুটেরাদের কাছে মাথা নত করবেন না।
কেএল/