রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৪ ভাদ্র ১৪৩১ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত আছেন প্রধানমন্ত্রী: পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাঁ দিক থেকে; প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাক, টেলিযাগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

‘সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী’ 

কোটা আন্দোলনে যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী চিন্তিত আছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযাগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বুধবার সকালে গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। আসলে আমরাও দুশ্চিন্তার মধ্যে আছি। ঢাকা ও ঢাকার বাইরে গতকাল বিকেলের পর থেকে যত সহিংসতা হয়েছে, তা খুবই উদ্বেগের।

তিনি জানান, সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই বিবেচনায় নেবেন। তাদের সহায়তা করার জন্য বিষয়টি আপিল বিভাগে গেছে, আপিল করাও হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যতের কথা সবসময় চিন্তা করেন তিনি।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ