সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ ।। ১৩ মাঘ ১৪৩১ ।। ২৭ রজব ১৪৪৬


ইমাম গাজালির ৫ উপদেশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনাম

ইমাম গাজালির ৫ উপদেশ । পাঠকের জন্য তুলে ধরা হলো- এক. আদেখা শত্রুদের উপর আপনার  জিহাদ ঘোষণা করুন কাম, ক্রোধ, ঔদ্ধত্য, অহংকার, র্স্বাথপরতা, লোভ,  লালসা, অসহষ্ণিুতা, ভণ্ডামি,  মিথ্যাচার,  প্রতারণা, গালগল্প ও পরনিন্দা। যদি আপনি তাদের ধ্বংস করতে পারেন, তাহলে আপনি যে সমস্ত শত্রু দেখতে পান- তাদরে সাথে লড়াই করতে প্রস্তুত হবেন।

দুই. মানুষের গুণর্কীতন আপনার হৃদয়কে আনন্দ দিবেন না, তাদের নিন্দার মাধ্যমে দুঃখ প্রকাশ করবেন না। 

তিন. আপনি যা ভালোবাসেন তা পেতে হলে প্রথমইে আপনি যা ঘৃণা করেন তার জন্য ধর্য্যৈ ধারণ করতে হবে ।

চার.  র্কম ছাড়া জ্ঞান বিনষ্ট হয় এবং ক্রিয়া ছাড়া র্কম হল বোকামি। 

পাঁচ. যারা ঝিনুক খুঁজছে তারা ঝিনুকই খুঁজে পাবে, যারা এগুলো খোলে তারা মুক্তা খুঁজে পাবে।

হুআ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ