কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই ইউনিয়নে দৌলতপুর দারুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে (২৬ জানুয়ারি রবিবার) দৌলতপুর খেলার মাঠে বিশাল তাফসীর মাহফিলে আয়োজন করেছে মাদ্রাসার কর্তৃপক্ষ। দৌলতপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু বকর সিদ্দিকী সভাপতির দায়িত্ব পালন করবেন। সভায় প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করবেন জামিয়া রাহমানিয়া আজিজিয়া (ঢাকা) শাইখুল হাদিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।
এ প্রথম বারের মতো হাওরের অঞ্চলে তাফসীর মাহফিলে মাওলানা মামুনুল হকের আগমন।
তাফসীর মাহফিলকে কেন্দ্র করে দৌলতপুর দারুল উলুম মাদ্রাসাসহ অন্যান্য রাস্তাঘাট ও খেলার মাঠ বর্ণিল সাজে সাজানো হয়েছে।
মাহফিলকে কেন্দ্র করে এলাকায় বইছে বাড়তি আমেজ এতে বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিশের বিভিন্ন উপজেলা থেকে নেতা কর্মীরা সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। মামুনুল হককে নিরাপত্তা দেওয়ার জন্য মাঠে শতাধিক স্বেচ্ছাসেবক দল থাকবে কথা জানায় মাহফিল আয়োজকেরা।
এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ কাজী আরিফ উদ্দিন জানান, মাঠে নিরাপত্তা কাজে অবস্থান করবে।
হাআমা/