চীনে তিন দিনের সরকারি সফর নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন আগামীকাল। রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে ফিরেছেন গত ১০ জুলাই। এর আগে গত ৮ জুলাই তিনি চীন সফরে যান ।
এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং, প্রধানমন্ত্রী লি কিয়াং, প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল, সিপিপিসিসির জাতীয় কমিটির চেয়ারম্যান এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে।
এছাড়া তিনি বেইজিংয়ে বাণিজ্য ও বিনিয়োগ বিশ্ব সম্মেলনে বক্তব্য রাখেন।
সফরে চীনের সঙ্গে বাংলাদেশের ২১টি চুক্তি-সমঝোতা ও ৭টি ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে।
হাআমা/