বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ ।। ৮ মাঘ ১৪৩১ ।। ২২ রজব ১৪৪৬

শিরোনাম :
যাত্রাবাড়ী মাদরাসায় কাল বুখারী শরীফের শেষ সবক পড়াবেন আল্লামা মাহমুদুল হাসান নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব নতুন বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই নেই: মাওলানা ইমতিয়াজ আলম ভ্যাট কমছে যেসব খাতে চারদিনের রিমান্ডে সাবেক এমপি ড. আবু রেজা নদভী শ্রীমঙ্গলে কুদ্দুছিয়া মহিলা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠানে পীর সাহেব বরুণা পাকিস্তান থেকে খেজুরসহ ফল আমদানি কর‌তে চান বাংলাদেশি ব্যবসায়ীরা বিএনপির সাথে খেলাফত মজলিসের ৭ বিষয়ে আন্তদলীয় সংলাপ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে : বিএনপি হবিগঞ্জের মাধবপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম আল মাদানী

ভূমধ্যসাগরে নৌ দুর্ঘটনা, নিহতদের ৮ জনই বাংলাদেশি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংংগ্রহীত

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে গত সপ্তাহে নৌ দুর্ঘটনায় নিহত ৯ অভিবাসন প্রত্যাশীর মধ্যে ৮ জনই বাংলাদেশি।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এ এফ এম জাহিদ উল ইসলাম।

তিনি বলেন, “সর্বশেষ আপডেট হচ্ছে, ২৭ জন বাংলাদেশিকে ‍উদ্ধার করা হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। তাকে জার্জিস থেকে তিউনিসিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

“আজকে ভোর পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, দূতাবাস থেকে যে খবর পেয়েছি- তাতে ৯ জন মৃত্যুবরণ করেছেন, তার মধ্যে ৮ জন বাংলাদেশি।”

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসী সাগরপথে ইউরোপ যাচ্ছিলেন। যাত্রার মধ্যে ১৫ ফেব্রুয়ারি তিউনিসিয়া উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে অগ্নিকাণ্ড ঘটে।

নিহত আটজনের মধ্যে পাঁচজনই মাদারীপুরের রাজৈর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।

তারা হলেন- খালিয়া এলাকার সজল ও মামুন সেখ, কদমবাড়ি এলাকার নয়ন বিশ্বাস, বাজিতপুর নতুন বাজার এলাকার কাজী সজীব এবং কবিরাজপুর এলাকার কায়সার।

অন্য তিনজন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন। তারা হলেন- মুকসুদপুরের রাগদী এলাকার রিফাত, দিগনগরের রাসেল এবং গোহালার ইমরুল কায়েস আপন।

মৃতদেহ কীভাবে দেশে আনা হবে, সে বিষয়ে দূতাবাস কাজ করছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাহিদ বলেন, “প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে মিলে মরদেহ আনার ব্যবস্থা করা হবে।”

দূতাবাস জানিয়েছে, নিহত ও উদ্ধার হওয়া বাংলাদেশিদের তথ্য নিশ্চিত করতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল সোমবার তিউনিসিয়ার জারজিস শহরে গেছে।

উদ্ধার হওয়া ২৭ বাংলাদেশির মধ্যে যিনি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেই মনতোষ সরকার মাদারীপুরের রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের মনোরঞ্জন সরকারের ছেলে বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ