মো. ফরিদুল হক খান
ধর্মমন্ত্রী
ইসলামের সুমহান আদর্শ ও শিক্ষার অনুসরণে মুসলিম উম্মাহর আমলি জিন্দেগি গঠন ও দীন প্রচারে অনন্য ভূমিকা রাখছে বিশ্ব ইজতেমা। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে সফলভাবে বিশ্ব ইজতেমার আয়োজন বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। প্রতি বছরের মতো এবারও মুসলিম উম্মাহর ঐতিহ্যময় বিশ্ব ইজতেমার ৫৭তম আয়োজন করতে পারায় মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য টঙ্গীর তুরাগ তীরে জায়গা বরাদ্দ দিয়েছিলেন। তিনি ইসলামের প্রকৃত শিক্ষা ও আদর্শ প্রচার ও প্রসারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের খেদমতে অসামান্য অবদান রেখে গেছেন। জাতির পিতার আদর্শ অনুসরণে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইসলামের খেদমতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণসহ ধর্মীয় ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন।
বিশ্ব মুসলিমের অন্যতম বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমা উপলক্ষে আমি দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বিশ্ব ইজতেমা ইসলামের মর্মবাণী প্রচার ও প্রসারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে। ইজতেমায় আগত বিদেশি মেহমানদের মাধ্যমে আবহমানকাল ধরে বাংলাদেশের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতি, অকৃত্রিম সরলতা ও অতিথিপরায়ণতা এবং সহিঞ্চুতার বার্তা বিশ্ব দরবারে পৌঁছে যাবে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
কেএল/