রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫ ।। ২১ পৌষ ১৪৩১ ।। ৫ রজব ১৪৪৬


বিএনপি দেশের উন্নয়ন নয়, ধ্বংস চায়: প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিএনপি বাংলাদেশের উন্নয়ন নয়, ধ্বংস চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ মানে উন্নয়ন, আর বিএনপি মানে ধ্বংস। ২০১৩ সাল থেকে মানুষ পোড়ানো শুরু করেছে বিএনপি। মানুষ খুন করাই বিএনপি-জামায়াতের একমাত্র গুণ। বিএনপি বাংলাদেশের উন্নয়ন চায় না, ধ্বংস চায়।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ইসরায়েলের কাছ থেকে আগুন দিয়ে মানুষ পোড়ানোর শিক্ষা নিয়েছে। তাদের চরিত্র কখনো বদলাবে না।’

বিএনপিকে বর্জন করে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, তৈরি পোশাক খাতে বিশৃঙ্খলার পেছনে কারা আছে, তাদের খুঁজে বের করতে হবে।

সরকার প্রধান বলেন, ‘খুলনার জন্য প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ। ফলে দেশের পরর্বতী আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হবে খুলনা।’

এর আগে খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রায় পাঁচ বছর পর খুলনা সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ