শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

বায়তুল মোকাররম প্রাঙ্গণে সমৃদ্ধ বইমেলার দাবি ইসলামি লেখক ফোরামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামি বইমেলাকে আরো সমৃদ্ধ করার দাবি তুলেছে লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম।’

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিন ইকবাল।

বিবৃতিতে তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বায়তুল মোকাররম প্রাঙ্গনে প্রতি বছর দুটি ইসলামি বইমেলা অনুষ্ঠিত হয়।  দীর্ঘদিন এই মেলা নিয়ে আয়োজকদের প্রতি সৃজনশীল ও প্রতিশ্রুতিশীল প্রকাশকদের ক্ষোভ রয়েছে। স্টল বরাদ্দে অনিয়ম, কর্তৃপক্ষের নানান দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা ছিল প্রকাশ্য বিষয়। বাংলাবাজারের প্রকৃত প্রকাশকদের উপেক্ষা করে সিন্ডিকেটের মাধ্যমে ফুটপাতের হকার ও সাধারণ বইবিক্রেতাদের স্টল দেওয়া হতো। ফলে ইসলামি বইমেলা প্রাণ হারিয়ে হকারদের মেলায় পরিণত হয়েছিল, যা নিয়ে প্রকাশক, লেখক ও পাঠকদের মনে ছিল চরম অসন্তোষ।

তারা বলেন, পরিবর্তিত নতুন বাংলাদেশে ইসলামি বইমেলা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্রকৃত প্রকাশকগণ। মেলার প্রাণ ফিরিয়ে আনতে এবং প্রকাশক, লেখক ও পাঠকবান্ধব ইসলামি বইমেলা আয়োজনের লক্ষ্যে তারা বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেছেন।

তারা আরো বলেন, লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম প্রকাশকদের ন্যায্য আন্দোলন ও প্রতিটি দাবি-দাওয়ার সাথে একমত পোষণ করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রকাশকদের সাথে রয়েছি ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে, দুই বছর আগে ইসলামি বইমেলা সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করতে মেলা বাস্তবায়ন কমিটি বরাবর কিছু লিখিত অভিযোগ ও দাবি পেশ করেছিল বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ