মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মানুষের গড় আয়ু বেড়েছে। গত আট বছরে প্রত্যেকের গড় আয়ু প্রায় সাড়ে চার বছর বেড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণাল।
বিশ্ব স্বাস্থ্য দিবস (৭ এপ্রিল) উপলক্ষে ‘হেলদি বিগিনিংস, হোপফুল ফিউচার’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে সৌদি আরবে গড় আয়ু ছিল ৭৪ বছর। ২০২৪ সালের সর্বশেষ হিসেবে গড় আয়ু বেড়ে পৌঁছেছে ৭৮ বছর ৮ মাসে। অর্থাৎ ৮ বছরে সৌদিতে গড় আয়ু বেড়েছে চার বছরেরও বেশি।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ‘সৌদি ভিশন ২০৩০’-এর আওতায় সরকার গত কয়েক বছরে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার নাটকীয় উন্নতি ঘটিয়েছে। পাশাপাশি জনগণকে স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ ও রপ্ত করতে ব্যাপকমাত্রায় প্রচার-প্রচারণাও চালানো হয়েছে গত কয়েক বছর। এর ফলাল এই গড় আয়ু বৃদ্ধি।
‘সৌদি ভিশন ২০৩০’ সৌদির আরবের একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা। দেশটির প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৭ সালে ক্ষমতাসীন হওয়ার পর এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। মূলত এটি হলো— জ্বালানি খাতের বাইরে সৌদির যত খাত ও পরিষেবাক্ষেত্র রয়েছে, সেগুলোকে শক্তিশালী করা। সূত্র: গালফ নিউজ
এসএকে/