জাতির উদ্দেশে বিদায়ি ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে তিনি এই বিদায়ি ভাষণ দেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। এদিকে মেয়াদ শেষে বিদায় নেবেন ডেমোক্রেটিক পার্টির বাইডেন।
বুধবার সন্ধ্যায় বাইডেন ১৯ মিনিট ধরে ভাষণ দেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশে নিজের শেষ ভাষণে ‘আমেরিকান অলিগার্কদের’ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন জো বাইডেন। তার অভিযোগ, দেশের গুটিকয়েক ধনী ব্যক্তির হাতে বিপজ্জনক ভাবে কেন্দ্রভূত হচ্ছে ক্ষমতা।
তিনি বলেন, ‘আজ আমেরিকায় সম্পদ, ক্ষমতা ও প্রভাবের একটি চরম অভিজাততন্ত্র আকার ধারণ করছে, যা আক্ষরিক অর্থেই আমাদের পুরো গণতন্ত্র, আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে। আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে।’
অতি-ধনীকদের নিয়ন্ত্রণের মধ্যে রাখার ওপর গুরুত্বারোপ করেন বাইডেন। এ ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের নাম না নিলেও বিদায়ি ভাষণে বাইডেনের ‘নিশানা’ ছিল স্পষ্ট।
বাইডেন তার ভাষণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্ল্যাটফর্মগুলো নিয়েও কথা বলেন।
তিনি বলেন, আমেরিকানরা ভুল ও ভ্রান্ত তথ্যের নিচে চাপা পড়ে যাচ্ছে, যা ক্ষমতার অপব্যবহারের সুযোগ করে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফ্ল্যাটফর্মগুলোর জবাবদিহির আহবান জানান তিনি।
জলবায়ু পরিবর্তন প্রতিরোধ এবং পরিবেশ রক্ষায় তার সরকারের ইতিবাচক পদক্ষেপগুলো ট্রাম্পের জমানায় নেওয়া হবে কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেন আমেরিকার বিদায়ি প্রেসিডেন্ট।
বাইডেন নিজের ভাষণে আরো বলেন, ‘আমি একটি প্রযুক্তি-শিল্প কমপ্লেক্সের সম্ভাব্য উত্থান নিয়েও সমানভাবে উদ্বিগ্ন। এটা আমাদের দেশের জন্যও সত্যিকারের বিপদ ডেকে আনতে পারে।
’ কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিপুল সম্ভাবনা দেখলেও এর বিপদ সম্পর্কে সতর্ক করেছেন বাইডেন। তিনি বলেন, ‘বিপুল সম্ভাবনা উপহার দিতে পারে এআই। তবে এ ক্ষেত্রে সতর্ক না হলে নতুন হুমকির জন্ম দিতে পারে।’
উল্লেখ্য, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন। স্পেসএক্স এবং টেসলার প্রতিষ্ঠাতা তথা বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক প্রকাশ্যে ট্রাম্পের হয়ে প্রচার করেছেন। ট্রাম্পকে সহায়তা করতে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ও করেছেন।
বাইডেনের ভাষণে গাজার প্রসঙ্গও উঠে এসেছে। তিনি জানান, গত বছরের মে মাসে তিনি যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিলেন। তার প্রস্তাবিত কাঠামোর ওপর ভিত্তি করেই বর্তমানে এই চুক্তিটিতে উভয় পক্ষ সম্মত হয়েছে।
এর আগে, গত ১০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শেষ বারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইডেন বলেছিলেন, ‘আমি মনে করি আমি ট্রাম্পকে হারাতাম। হ্যাঁ, পারতাম এবং আমি মনে করি কমলাও ট্রাম্পকে হারাতে পারতেন।’ এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে বাইডেনে যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল নিজের দলের মধ্যেই। গত বছরের অগস্টে শিকাগোয় ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশনে তিনি নিজেই দলের প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম সুপারিশ করেছিলেন।
আশাবাদী বক্তব্যের মধ্য দিয়ে বাইডেন তার ভাষণ শেষ করেন। তবে সোমবার বাইডেন ভিন্ন এক চিত্র তুলে ধরেন। তিনি যুক্তি দেন, তার নেতৃত্ব প্রতিযোগী বিশ্বশক্তি চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং কৌশলগত অবস্থানকে শক্তিশালী করেছে। রূপান্তরমূলক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই চীনের ওপর নেতৃত্ব নিতে হবে বলেও উল্লেখ করেন বাইডেন।
বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার প্রশাসনের সাফল্যের জন্য গর্বিত বলে জানান। তারা একত্রে বীজ রোপণ করেছেন, সেগুলো এক সময় বেড়ে উঠবে এবং যুগের পর যুগ ধরে তা দাঁড়িয়ে থাকবে।
সূত্র : সিএনএন,রয়টার্স,এএফপি
কেএল/