শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ।। ৩ মাঘ ১৪৩১ ।। ১৮ রজব ১৪৪৬

শিরোনাম :
স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি নির্যাতিত আলেম-ওলামা: হিন্দু মহাজোট মহাসচিব আজই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেবে ইসরায়েল ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন পাবেন সরকারি ভাতা: অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ফতোয়া প্রতিযোগিতা ২২ জানুয়ারি পিআর (PR) পদ্ধতি ছাড়া নির্বাচন নয়: চরমোনাই পীর ‘৫৩ বছরে যারা দেশ শাসন করেছে তারা নতুন কোনো আশা দেখাতে পারবে না’ যারা সংস্কারে বাধা দিচ্ছেন তারা দীর্ঘ ১৬ বছর কোথায় ছিলেন? বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিক কাজ শুরু সংরক্ষিত আসন মানি না, সরাসরি নির্বাচন করবে নারীরা: মুফতি ফয়জুল করীম ইমাম-মুয়াজ্জিনরা পাচ্ছেন ভাতা, কে কত? আওতায় আসবেন পুরোহিতরাও

ফেনীতে জুমার নামাজের ইমামতি করলেন পবিত্র কাবার সাবেক ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল আজিজ সায়েম, ফেনী প্রতিনিধি:

ফেনীর দাগনভূঁঞা উপজেলার রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার দশম আন্তর্জাতিক সম্মেলনে জুমার নামাজের ইমামতি করেছেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি।হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা দূর-দুরান্ত থেকে এসে জুমার নামাজে সারিবদ্ধ ভাবে অংশগ্রহণ করেন। তিনি খুতবা পাঠকালে নামাজের স্থলসহ পুরো এলাকায় পিনপতন নিরবতা বিরাজ করে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে সম্মেলনস্থলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে আসেন তিনি। এই সময় পবিত্র কাবা শরিফের ইমামকে এক নজর দেখতে এলাকার সর্ব-সাধারনের উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

জুমার নামাজের পর তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ইমামের সঙ্গে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানি উপস্থিত ছিলেন।

তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন ও মাগরিবের নামাজের ইমামতি করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, এবারই প্রথমবারের মতো বাংলাদেশে আসেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি।

তিনি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার। তিন দিনের সফরে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি ঢাকায় পৌঁছেন।

কর্মজীবনের শুরুতে তিনি ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত মসজিদ আল-হারামাইন শরিফের অভ্যন্তরীণ অ্যাকাডেমী শিক্ষক ছিলেন। ২০০৪ সাল পর্যন্ত তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় আরবি ভাষা ইনস্টিটিউট এর প্রভাষক ছিলেন। এরপর তিনি ২০০৮ সাল, ২০১৫ সালে দুই বার উক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেনইমাম শায়েখ হাসান বুখারির হারামাইন পরিচালনা পরিষদে খণ্ডকালীন পরামর্শক হিসাবে দায়িত্ব পালন করেছেন। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় শিক্ষক অনুষদে সদস্য ড. হাসান বুখারি কে ২০১৫ সালে বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজ পবিত্র মক্কা হারামাইন শরিফের অতিথি ইমাম হিসেবে নামাজ পড়ানোর সুযোগ করে দেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ