বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ ।। ২ মাঘ ১৪৩১ ।। ১৬ রজব ১৪৪৬

শিরোনাম :

ইসরায়েলের অভিযান বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই: আবু উবায়দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।।জহিরুল ইসলাম।।

ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু উবায়দা ইসরায়েলের উদ্দেশ্যে জোর দিয়ে বলেছেন যে, বন্দীদের মুক্তি  পেতে অবশ্যই ফিলিস্তিনিদের সকল দাবি পূরণ করতে হবে।

এসময় সবধরনের অভিযান বন্ধ করা এবং সকল দাবি পূরণ করা ব্যতীত ইসরায়েলি বন্দীদের মুক্তির কোনোও সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

ইসরায়েল হামাসের শক্তি এবং ইতিহাস সম্পর্কে অজ্ঞ উল্লেখ করে আবু উবায়দা বলেন, দখলদার বাহিনী ফিলিস্তিনিদের নির্মূলের যে হীন চেষ্টা চালিয়েছে, তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। তারা আমাদের চিনতে ভুল করেছে।

আবু উবায়দা আরও বলেন,আল কাসামের যোদ্ধারা জায়নবাদী অনুপ্রবেশের সকল পথে পূর্ণ প্রস্তুতিসহ অবস্থান করছে। শত্রুদের কোনো পথ খোলা নেই।
সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ