গাজার পরিস্থিতিকে ইউক্রেনের সঙ্গে তুলনা করা যায় না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজা উপত্যকার পরিস্থিতিকে তিনি ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন। মস্কোতে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে এমন কিছু নেই।
পুতিন বলেন, সারা বিশ্বের সবাই গাজায় যা ঘটছে তা দেখতে পারে এবং রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পার্থক্য অনুভব করতে পারে।
রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর প্রায় দুই বছর পর আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেনে এখন পর্যন্ত ছয় লাখের বেশি সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারি থেকে চলা দীর্ঘস্থায়ী এই সংঘাতে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষেই ব্যাপক হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ধারণা, রক্তক্ষয়ী এই যুদ্ধে রাশিয়ার ৩ লাখ ১৫ হাজারের মতো সেনা হতাহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোয় বর্তমানে ২ লাখ ৪৪ হাজার রুশ সেনা মোতায়েন আছে। তিনি বলেন, শিগগিরই যুদ্ধে নতুন করে আরও সেনা মোতায়েন করা হবে।
এনএ/