বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ ।। ১ মাঘ ১৪৩১ ।। ১৬ রজব ১৪৪৬

শিরোনাম :

দখলদার ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারাল আরো ২৭ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে উপত্যকার দক্ষিণাঞ্চলে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মূলত টানা ২ মাসেরও বেশি সময় ধরে আকাশ ও স্থলপথে ভূখণ্ডটিতে হামলা চালাচ্ছে ইসরায়েল।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় বৃহস্পতিবার ভোরে অন্তত ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকার বিস্তীর্ণ এলাকায় বিমান হামলা চালিয়েছে, বিশেষ করে খান ইউনিস এবং রাফাহ শহরকে লক্ষ্য করে এসব হামলা হয়।

ফিলিস্তিনের সরকারি এই বার্তাসংস্থা আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর কামান গাজা শহরের পূর্বে আল-দারাজ এবং আল-তুফাহ এলাকার পাশাপাশি ভূখণ্ডটির উত্তর অংশে অবস্থিত জাবালিয়া শহরেও গোলাবর্ষণ করেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই আগ্রাসনের নিহত হয়েছেন ১৮ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি। নিহত এসব ফিলিস্তিনিদের ৭০ শতাংশই নারী ও শিশু।

ইসরায়েলি এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

গাজা ভূখণ্ডে ‘বিজয়’ না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, ‘কোনও কিছুই ইসরায়েলকে থামাতে পারবে না’।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ