মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ।। ১ আশ্বিন ১৪৩১ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে বিশেষজ্ঞ ও ডিএমপিকে নির্দেশ প্রধান উপদেষ্টার রাষ্ট্র ব্যবস্থার কাঙ্খিত সংস্কারে আলেম সমাজকেও এগিয়ে আসতে হবে: জমিয়ত নেতৃবৃন্দ ধর্ম উপদেষ্টার সঙ্গে সিলেট আলেম প্রতিনিধির সাক্ষাৎ, আলোচনায় ইসলামিক ফাউন্ডেশন হুব্বে রাসূল ﷺ ফাউন্ডেশনের সংবর্ধনা, সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘আদর্শ নাগরিক গঠনে ভূমিকা রাখছে উলামায়ে কেরাম’ মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ: ধর্ম উপদেষ্টা খেলাফত ব্যবস্থায় রাষ্ট্র ও সমাজ শীর্ষক সীরাতুন্নবী সা. সেমিনার অনুষ্ঠিত আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে তেজগাঁও কলেজের ইতিহাসে প্রথম সর্ববৃহৎ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাসুল (স.) এর আদর্শ পৃথিবীকে শত শত বছর নেতৃত্ব দিয়েছে: চবি অধ্যাপক

কোনো মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়নি তা প্রমাণিত হয়েছে: আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারতের বৃহত্তম মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানি বলেছেন, তিনি কয়েক দশক আগে ঘোষণা করেছিলেন যে বাবরি মসজিদ কোনও মন্দিরের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়নি এবং তার কথা শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছিল।

গতকাল (বৃহস্পতিবার) উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌয়ে জমিয়তের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

মাওলানা আরশাদ মাদানি বলেন, 'আমরা অযোধ্যায় বাবরি মসজিদের জন্য দীর্ঘ আদালতের লড়াই লড়েছি। আসলে আমরা এই যুদ্ধে জিতেছি। আদালত বলেননি যে এই মসজিদটি কোনও মন্দিরের উপরে নির্মিত। বিপুল সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে তারা সম্পত্তি অন্য পক্ষের কাছে হস্তান্তর করেছিলেন।

মাওলানা মাদানি বলেন, ‘আমরা আদালতকে বলেছিলাম যে, যদি কোনো ধর্মের মন্দিরের ধ্বংসাবশেষের উপর কোনো প্রার্থনার স্থান তৈরি করা হয়, তাহলে সেখানে নামাজ পড়া যায় না। এর অনুমতি নেই। এটা প্রমাণিতও হয়েছে যে বাবরি মসজিদ কোনো মন্দির ভেঙে তৈরি হয়নি। এখানেই আমরা জয়ী।

মাওলানা মাদানি আরও বলেন, 'আমরা সহনশীল মানুষ এবং স্বাধীনতা সংগ্রামে আমাদের অসাধারণ অংশগ্রহণের জন্য পরিচিত। আজও, আমরা সেই প্রকৃত জাতীয়তাবাদীদের মধ্যে আছি যারা উন্নত ভারত গড়ার কাজে নিয়োজিত।’  

দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি মুসলমানদের সংযমের সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন।

হিন্দুত্ববাদীদের কথিত 'লাভ জিহাদ' প্রসঙ্গ উল্লেখ করে মাওলানা মাদানি বলেন, তিনি এই শব্দটি ৮০ বছর ধরে শোনেননি এবং এটি সেসব লোকদের উদ্ভাবিত একটি শব্দ যারা দেশের মধ্যে বিদ্বেষ তৈরি করতে চায়। 

আমরা মুসলমানদেরকে তাদের মেয়েদের জন্য যতটা সম্ভব আলাদা স্কুল খুলতে বলি, যাতে 'লাভ জিহাদের' অভিযোগ করে তাদের মেয়েদের প্রতি অন্যায় করার চেষ্টা করা থেকে লোকদেরকে বিরত রাখা যায় বলেও মন্তব্য করেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানি।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ