মার্কিন একাধিক সিনিয়র কর্মকর্তা বলেছেন, গাজায় ইসরাইলের স্থল অভিযানের বর্তমান পর্যায় জানুয়ারির মধ্যে শেষ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সতর্ক করেছে, তারা যেন উত্তর গাজায় যে ধ্বংসাত্মক কৌশল অবলম্বন করেছে, তার যেন দ্বিরুক্তি না করে। এছাড়া বেসামরিক হতাহতের সংখ্যাও সীমিত করার তাকিদ দিয়েছে।
সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে এও জানিয়েছে যে ইসরাইলের স্থল অভিযানে হাজার হাজার বেসামরিক নাগরিক মারা যাওয়ার কারণে তাদের পক্ষে বৈশ্বিক সমর্থন কমে যাচ্ছে। এখনো সময় আছে, বৈশ্বিক সমর্থন বজায় রাখার। সেজন্য আন্তর্জাতিক যুদ্ধনীতি মেনে চলতে হবে। অন্যথায় সময় তো খুব দ্রুত শেষ হয়ে পাচ্ছে।
খুব সম্ভবত এখন পর্যন্ত সরসরি এ বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। তিনি বলেন, ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন আলোচনাযোগ্য নয়। তবে এটা ঠিক যে বেসামরিক মৃত্যু রোধ না করলে ইসরাইলের কৌশলগত জয় ঝুঁকির মুখে পড়তে পারে।
এমএইচ