বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ ।। ১ মাঘ ১৪৩১ ।। ১৬ রজব ১৪৪৬

শিরোনাম :

ভূমিকম্পে কাঁপল ভারতও 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের লাদাখে । এ ভূমিকম্প হয় স্থানীয় সময় শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৪।  

ভারতের ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনস্থলের উৎসের গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নিচে।

এদিকে বাংলাদেশের একাধিক এলাকায়ও শনিবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। 

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৮৬ কিলোমিটার দূরে লক্ষ্মীপুরের রামগঞ্জে।
 
তবে ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৫।

কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পের সময় প্রচণ্ড দুলুনি অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ