বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ ।। ১ মাঘ ১৪৩১ ।। ১৬ রজব ১৪৪৬

শিরোনাম :

গাজায় সংঘাত শুরুর পর তৃতীয়বার ইসরায়েল সফরে ব্লিনকেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গাজায় আগ্রাসন শুরুর পর তৃতীয়বারের মতো ইসরায়েল সফর করলেন ।  তিনি গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইসরায়েলের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। পরে ফিলিস্তিনের রামাল্লায় গিয়ে দেখা করেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথেও। খবর রয়টার্সের।

এ সময় অ্যান্টনি ব্লিনকেন জানান, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে তা হতে হবে যুদ্ধের আন্তর্জাতিক আইন মেনে। যুদ্ধবিরতি শেষে আবারও দক্ষিণ গাজায় অভিযান জরুরি বলেও মত দেন এই নেতা। তবে, অভিযানের সময় বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বানও জানান তিনি।

 

এমএইচ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তাদের পরিষ্কারভাবে জানিয়েছি, বড় পরিসরে আবার গাজায় অভিযান শুরুর আগে অবশ্যই বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। যাতে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণহানি কমানো যায়। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী আছে ইসরায়েলের। তারা বেসামরিক ক্ষয়ক্ষতি এড়িয়েই হামাসকে নির্মূল করতে সক্ষম।

 

এমএইচ

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ