বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ ।। ১ মাঘ ১৪৩১ ।। ১৬ রজব ১৪৪৬

শিরোনাম :

হামাসের বন্দী মুক্তিতে বিলম্ব: জানা গেলে কারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চারদিনের যুদ্ধবিরতির দ্বিতীয়দিনে শনিবার ১৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের। তবে তাদের মুক্তি দেয়নি হামাস। হামাস শর্ত দিয়েছে, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল যতক্ষণ পর্যন্ত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেবে— ততক্ষণ পর্যন্ত জিম্মিদের মুক্তি দেবে না তারা।

পরিস্থিতি সম্পর্কে অবহিত এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বন্দীদের মুক্তির বিলম্ব ‘যত দ্রুত সম্ভব’ সমাধানের জন্য কাতার ইসরায়েল ও হামাসের সঙ্গে আলোচনা করছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে দ্বিতীয় দফার বন্দীদের মুক্তি বিলম্বিত করেছে হামাস।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাস মধ্যরাতের মধ্যে বন্দীদের মুক্তি না দিলে গাজায় আবারও বোমা বর্ষণ শুরু করবে ইসরায়েলি সেনাবাহিনী।

এর জবাবে হামাসের এক মুখপাত্র ইসরায়েলের হুমকিকে ‘শূন্য’ আখ্যায়িত করে বলেন, জোর করে তাদের বন্দীদের মুক্ত করতে তারা সফল হবে না।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ