ইসরায়েল-হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চলছে। এরই মধ্যে দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিমতীরে ৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
শনিবার জেনিন শহরে অনুপ্রবেশের সময় ইসরায়েলি গুলিতে চার ফিলিস্তিনি নিহত হন বলে মন্ত্রণালয় জানিয়েছে।
শনিবার ভোরে জেনিনের নিকটবর্তী কাবাতিয়ায় নিজ বাড়ির বাইরে ২৫ বছর বয়সী এক চিকিৎসক এবং রামাল্লার কাছে এল-বিরেহ এলাকায় আরেক ফিলিস্তিনি নিহত হন।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা বেড়েছে।
হামাসের হামলার পর থেকে ওই অঞ্চলে ৫২ শিশুসহ অন্তত ২২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এনএ/