মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় চলমান চার দিনের যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ানোর ‘বাস্তব’ সুযোগ আছে।
বাইডেন বলেছেন, ‘আমার মনে হয় (যুদ্ধবিরতির) বাস্তব সুযোগ আছে।’ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বাইডেন আরো বলেন, ‘আমার প্রত্যাশা হচ্ছে আমরা সামনে এগিয়ে যাব। পরিস্থিতি স্বাভাবিক করতে বাকি আরব বিশ্বও চাপ প্রয়োগ করবে। এই সংকটের দ্রুত ইতি টানার চেষ্টায় আমরা এটা করতে পারি।’
তবে বাইডেন এখনো কট্টরভাবে ইসরায়েলকে সমর্থন জানিয়ে যাচ্ছেন। তিনি এখনো হামাসকে পুরোপুরি নির্মূলের পক্ষে।
তিনি আরো জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যথাসম্ভব বেসামরিক প্রাণহানি কমিয়ে আনতে উৎসাহিত করা হচ্ছে।
৭ অক্টোবর থেকে গাজায় চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৫ হাজার ফিলিস্তিনির প্রাণ গেছে। চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরালের ৫০ বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে থাকা ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে।
সূত্র: আল জাজিরা
এনএ/