ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার দেশটির ইরবিলে মার্কিন ঘাঁটির দিকে ছুটে আসা অন্তত তিনটি ড্রোনে গুলি চালিয়ে ভূপাতিত করেছে সৈন্যরা। এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের আন্তর্জাতিক সৈন্যদের অবস্থান লক্ষ্য করে উত্তর ইরাকের ইরবিল সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার সেখানে তিনটি সশস্ত্র ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইরবিল বিমানবন্দরের আকাশে থাকাকালীন এসব ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরাকের আইনশৃঙ্খলাবাহিনী।
ইরাকের কুর্দিস্তানের সন্ত্রাসবাদবিরোধী সংস্থা এক বিবৃতিতে বলেছে, পৃথক দুই হামলায় স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, বিমানবন্দরের কাছের সামরিক ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনগুলো ভূপাতিত করেছে। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। মার্কিন সামরিক ঘাঁটিতে এই হামলার জন্য কারা দায়ী তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেকদিনই সিরিয়া এবং ইরাকে মার্কিন সৈন্যদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ওই অঞ্চলে ইরান-সমর্থিত বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী হামলা চালিয়ে আসছে।
সুত্র: বিবিসি
এনএ/