বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাঘাটার খাদ্য কর্মকর্তা চাকরিচ্যুত, ৫২ লাখ টাকা জরিমানা বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন গুরুতর জখম, ঢাকা মেডিকেলে প্রেরণ নওগাঁ রাণীনগরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প যশোরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের ক্রয়মূল্যে কাঁচাবাজার খাগড়াছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব মাওলানা কারী সাইদুর রহমান আর নেই

ইসরায়েল যা করছে, পুরোটাই সন্ত্রাসবাদ: মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

জহিরুল ইসলাম>>

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্রেটিক পার্টির সেঙ্ক উইঘুর বলেছেন যে, ইসরায়েল গাজা উপত্যকায় নিরপরাধ লোকদের ওপর যে হামলা চালাচ্ছে, তার  পুরোটাই সন্ত্রাসবাদ। অবিলম্বে এই সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।

ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব পিয়ার্স মরগানের সাথে একটি সাক্ষাৎকারে,  ফিলিস্তিনের সঙ্কট নিরসনে পশ্চিমাদের দ্বৈতনীতির নিন্দা করে উইঘুর বলেন, "গাজা উপত্যকায় ইসরায়েল সরকারের হত্যাযজ্ঞকে কেন সন্ত্রাসী কর্মকাণ্ড বলা হচ্ছে না; অথচ তারা হামাসের চেয়ে তিন গুণ বেশি মানুষ হত্যা করেছে! 

ইসরায়েলের সমালোচকদের বিরুদ্ধে ইহুদি-বিরোধী অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের জীবনের কি কোনো মূল্য নেই?  আমি মুসলিম এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধর্মান্ধতা ও বিদ্বেষ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি।  

উইঘুর জোর দিয়ে বলেন যে, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে অবিলম্বে ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন প্রত্যাহার করবেন।

সেঙ্ক উইঘুর হলেন আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনীতিক। তুর্কি বংশোদ্ভূত এই সাংবাদিক ১৯৭০ সালে ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। ৮ বছর বয়সে তার পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। 

উল্লেখ্য যে, ইসরায়েল ও হামাসের মধ্যকার লড়াইয়ের ১৯ তম দিন অতিবাহিত হতে চলেছে। এ পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনীর তীব্র বিমান হামলার শিকার হয়ে  ৬,৫৪৬ জন শহীদ হয়েছেন।  আহত হয়েছেন ১৭,৫০০ জন। যাদের অধিকাংশই শিশু এবং মহিলা।

৭ অক্টোবর ভোরবেলা, হামাস এবং ফিলিস্তিনের অন্যান্য স্বাধীনতাকামী সংগঠনগুলো তাঁদের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সহায় সম্পত্তি রক্ষা — বিশেষ করে পবিত্রতম তীর্থ স্থান আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের ক্রমাগত সীমালঙ্ঘনের প্রতিরোধে “তুফান আল আকসা” শুরু করে। 

সূত্র: আল জাজিরা

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ