সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে নবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী আলী
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে  ২৮ অক্টোবর পল্টন  ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৯ অক্টোবর  ) বিকেল ৪ টায় উপজেলার নবাবগঞ্জ  পাইলট হাইস্কুল মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মজলিসের শূরা সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর  আমীর  নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, শুভেচ্ছা বক্তব রাখেন জামায়েত ইসলামির জেলা ইউনিটের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিক, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা ওলামা শাখার সেক্রেটারি আবুল কাশেম, জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ উপজেলা যুব বিভাগের সেক্রেটারি সেলিম রেজাসহ অনেকে।

আলোচনা সভা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ