সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


নওগাঁ রাণীনগরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর রাণীনগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৯ (অক্টোবর) উপজেলা জাতীয়তাবাদী যুবদল রাণীনগর শাখার আয়োজনে এছাহক টাওয়ার প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যাম্পের মাধ্যমে অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া ও ছিন্নমূল মানুষদের চিকিৎসা সেবা, বিনামূলে ওষুধ বিতরণ ও রক্তের গ্রুপ পরীক্ষা করাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবা গ্রহণ করা বিভিন্ন শ্রেণি পেশার মানুষরা।

এসময় উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী, সাবেক সভাপতি এস,এম, আল ফারুক জেমস, যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ-এ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। 

এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোজাক্কির হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ-উল্লাস না করে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেখানে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এই ক্যাম্পের মাধ্যমে উপজেলার পাঁচশতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হবে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। আগামীতেও এমন কাজের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও জানান তিনি।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ