শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

যশোরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের ক্রয়মূল্যে কাঁচাবাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মামুন
মণিরামপুর( যশোর ) প্রতিনিধি

শাক-সবজি কমদামে সাধারণ মানুষের কাছে পৌছে দিতে যশোরের মনিরামপুরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ক্রয়মূল্যে সবজি বিক্রয় শুরু হয়েছে। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিম সরাসরি পাইকারি বাজার থেকে কাঁচা সবজি সংগ্রহ করে বিকাল ৩টা রাত ৮টা পর্যন্ত মনিরামপুর পৌরসভার সামনে ক্রয়মূল্যে সবজি বিক্রয় করছে বলে জানাগেছে।

বাজারে শাক-সবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে পাইকারি ব্যবসায়ী থেকে ক্রয় করে কমদামে সাধারণ মানুষের কাছে সবজি বিক্রি করে জনগণের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাদানী নগর মাদরাসার মুহতামিম মাওলানা রশীদ বিন ওয়াক্কাস বলেন, বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে, তা ভাঙতে এই কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রম তাদের সেবামূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে সিন্ডিকেট না ভাঙ্গা পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ।

ক্রয়মূল্যে সবজি বিক্রি কার্যক্রম টিমের সমন্বয়ক মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে ভোক্তা অধিকার সংরক্ষণসহ বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে আশা করা যায় দ্রুত সময়ে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

আজকের মূল্য তালিকা- কাঁচা মরিচ ৯০/-, বেগুন ৬৫/- , পটল ৪৪/-, পেপে ২৫/, কাঁচকলা ৪০/-, কুচুর মুখি ৫৫/-, লাউ ৫৫/-, কাকরোল ৪৪/-, ঢেঁড়স ৫০/-, বেগুন ৬৫/-ইত্যাদি।

ক্রয়মূল্যে বাজার করতে পেরে খুশি প্রকাশ করেছেন মোহনপুরের শুকুমার, মনোহরপুরের আতিয়ার, কাশিমনগরের মেহেদী হাসান, গোবিন্দপুরের খলিলুর রহমান প্রমুখ। এ সময় তারা এ সেবামূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের প্রশংসা করেন।

এদিকে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন মাষ্টার শিহাব হোসেন, হাফেজ রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান, হাফেজ ইব্রাহীম প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ