|| আতাউল্লাহ নাবহান ||
কাল (২৫ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়ার খতমে বুখারী উপলক্ষে দুআ মাহফিলে যাচ্ছেন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ব্রিটিশ বিরোধী আন্দোলনের আনায়ক, শায়খুল আরব ওয়াল আজম আল্লামা সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রহ. এর জানেশীন ও সুযোগ্য সাহেবজাদা, আমীরুল হিন্দ জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের সভাপতি আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানী।
কাল শনিবার বাদ যোহর জামিয়া ইউনুছিয়া মাদরাসা মসজিদে এ অনুষ্ঠান শুরু হবে।
এতে সভাপতিত্ব করবেন আল্লামা শায়খ সাজিদুর রহমান (ছদর, এদারায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়া, শায়খুল হাদিস জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা শামছুল হক ছাতিয়ানী (মহাসচিব, এদারায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়া, সিনিয়র শিক্ষক, জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া)।
এছাড়া, মাহফিলে শীর্ষস্থানীয় বরেণ্য উলামা-মাশায়েখ উপস্থিত থাকবেন।
এদিকে প্রতিষ্ঠানটির মুহতামিম আল্লামা মুফতী মুবারকুল্লাহ্ অনুষ্ঠানে উপস্থিত হতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
হাআমা/