সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:
২০২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাংবাদিকের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অনেক শিক্ষার্থীর ওপর। অভিযোগ যাচাই বাছাইয়ের পর ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে চবির প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন বহিষ্কারের বিষয়টি জানান।
বহিষ্কৃতরা হলেন, সামছুজ্জামান চৌধুরী সম্রাট (২০১২-২০১৩) আইন, পার্থ প্রতিম বড়ুয়া (২০১৩-২০১৪),৩ ইংরেজি, আবরার নোবেল (২০২২-২০২৩) বাংলাদেশ স্টাডিজ, ওয়াহিদুল ইসলাম (২০১৬-২০১৭) সাংবাদিকতা, শাকিল আহমদ (২০১৮-২০১৯) ডেভেলপমেন্ট স্টাডিজ, শিবলু চৌধুরী (২০১৪-২০১৫) আইইআর, বখতেয়ার (২০১৬-২০১৭) আন্তর্জাতিক সম্পর্ক, মোঃ রমজান হোসাইন (২০১৫-২০১৬) আন্তর্জাতিক সম্পর্ক, আরিফুল ইসলাম (২০১৫-২০১৬) সমাজতত্ত্ব, মাহফুজুল হুদা লোটাস (২০১৪-২০১৫) নাট্যকলা, শফিকুল ইসলাম শাওন (২০১৫-২০১৬) পদার্থবিদ্যা, মনছুরুল আবেদীন মনছুর (২০১৫-২০১৬) ইসলামের ইতিহাস, নয়ন মোদক (২০১৫-২০১৬) সংস্কৃত, শফিকুল ইসলাম (মেরিন সায়েন্সেস), আহসান হাবীব সোপান (২০১২-২০১৩) ইতিহাস, মাশরুর কামাল অনিক (২০১৫-২০১৬) উদ্ভিদবিজ্ঞান, সাখাওয়াত হোসেন (২০১৫-২০১৬) নৃবিজ্ঞান, হাবিবুর রহমান সুমন (২০১৭-২০১৮) বাংলা, মোঃ শহিদুর রহমান স্বপন (২০১৮-২০১৯) রাজনীতি বিজ্ঞান, সৌরভ ভূঁইয়া (২০১৮-২০১৯) ইতিহাস, আকিব জাভেদ (২০১৮- ২০১৯) বাংলা, শরীফ উদ্দীন (২০১৩-২০১৪) ইসলামিক স্টাডিজ, আফ্রিদী নিটু (২০১৭- ২০১৮) ম্যানেজমেন্ট।
আফফান সজিব (২০১৫-২০১৬) অর্থনীতি, মোঃ মুন্না খান (২০২০-২০২১) ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স, ইসহাক আলম ফরহাদ (২০১৫-২০১৬) অর্থনীতি, আশরাফুল ফাহিম (২০২৩-২০২৪) ইংরেজি, নাফিজ মাহমুদ (ইংরেজি), আবু তাইফ পাঠান (২০১৮- ২০১৯) বাংলাদেশ স্টাডিজ, আশিকুর রহমান (২০১৯-২০২০) গণিত, আল মামুন প্রান্ত (২০১৯-২০২০) গণিত, মোহাম্মদ সাব্বির ভূঁইয়া (২০১৮-২০১৯) গণিত, মোমিনুর রহমান আসিফ (২০১৯-২০২০) আরবি, মনিরুজ্জামান (২০২০-২০২১) আইন, আবদুল্লাহ জোবায়ের নিলয় (২০১৮-২০১৯) লোকপ্রশাসন, মিলন শেখ (২০১৮-২০১৯) লোকপ্রশাসন, আরশিল আজিম নিলয় (২০১৮-২০১৯) লোকপ্রশাসন, আল-আমিন তুষার (২০১৯-২০২০) লোকপ্রশাসন, সুমন কুমার কৃর্তনিয়া (২০১৯-২০২০) ফিশারিজ, অলয় দাশ (২০১৮-২০১৯) ওশানোগ্রাফি।
খালেদ মাসুদ (২০১৭-২০১৮) আইন, আকিভ জাভেদ (২০১৮-২০১৯) বাংলা, সৌরভ ভূঁইয়া (২০১৮-২০১৯) ইতিহাস, ইয়াসীন আরাফাত (২০১৫-২০১৬)আইন, হাসান মাহমুদ (২০১৭-২০১৮) সমাজতত্ত্ব, এস. এম. ফয়সল (২০১৭-২০১৮) অর্থনীতি, মামুন মিয়া (২০১৮-২০১৯) সাংবাদিকতা, তানভীর আলম তুষার (২০১৮- ২০১৯) সমাজতত্ত্ব, অনুপ সরকার আকাশ (২০১৮-২০১৯) ইতিহাস, ইসহাক আলম ফরহাদ (২০১৫-২০১৬) অর্থনীতি, মাহিন রুবেল (২০১৭-২০১৮) সাংবাদিকতা, সৌমেন দত্ত (২০১৫-২০১৬) স্পোর্টস সায়েন্স, নাইম আরাফাত (২০২০-২০২১) উদ্ভিদবিজ্ঞান, খালেদ মাসুদ (২০১৭-২০১৮) আইন, আরাফাত রায়হান (২০১৮-২০১৯) সমাজতত্ত্ব।
মোহাম্মদুজ্জামান ওমর (২০২০-২০২১) আইন, রনি ইসলাম (২০২১-২০২২) মনোবিজ্ঞান, রাকিবুল হাসান দিনার (২০১০-২০১১) নাট্যকলা, তাসনীমুল বসর সাদাফ (পিতা-শফিউল বশর) এইচআরএম, মাহির মোহাম্মদ মাহফুজ (২০১৪-২০১৫) ফারসি ভাষা, আব্দুল মালেক (২০০৮-২০০৯) সমাজতত্ত্ব, ছালেহ আকরাম বাপ্পি (২০১৪-২০১৫) ইতিহাস, রায়হান রেজা (২০১৩-২০১৪) মার্কেটিং, প্রদীপ চক্রবর্তী দূর্জয় (২০১০-২০১১) ইসলামের ইতিহাস, মোহাম্মদ ইলিয়াছ (২০১০-২০১১) ইসলামিক স্টাডিজ, সাদাফ খান (২০১৪-২০১৫) আইন, আবরার শাহরিয়ার (২০১৩-২০১৪) অর্থনীতি, মিজান শেখ (২০১৩-২০১৪) আইন, সাদেক হোসেন টিপু (২০১২-২০১৩) সাংবাদিকতা।
বহিষ্কৃতদের বিষয়ে চবির প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ বলেন, অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় পাবে। যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে বহিষ্কারের কারণে তাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে। আর পরীক্ষা হয়ে গেলে সনদ বাতিল হয়ে যাবে।
হাআমা/