বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ ।। ৯ মাঘ ১৪৩১ ।। ২৩ রজব ১৪৪৬

শিরোনাম :
ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণা: আখতার হোসেন দুদকের মামলায় খুলনা-২ আসনের সাবেক এমপি মিজান কারাগারে নারায়ণগঞ্জের জামিআ রাব্বানিয়া আরাবিয়ায় ইফতা বিভাগে ভর্তির সুযোগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন: বাহারুল আলম কাল জামি'আ মোহাম্মাদিয়া আরাবিয়ায় বুখারীর শেষ সবক পড়াবেন শায়খ সাজিদুর রহমান সৌদি আরবে বজ্রঝড়ের পূর্বাভাস, নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ খুলনা মহানগরের কমিটি ঘোষণা করল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৪ বছরে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় সৌদি সিলেটের গওহরপুর মাদরাসার ফুযালা ও প্রাক্তন ছাত্রমিলনী অনুষ্ঠিত মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে যা বললেন নাহিদ ইসলাম

অভিভাবকদের পরিশ্রম শিক্ষার্থীকে সফল করে তোলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম এবং নিয়মিত পরিচর্যাই একজন শিক্ষার্থীকে সফল করে তোলে বলে মন্তব্য করেছেন রংপুরের বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদগণ। সেই সাথে ধর্মীয় ও জেনারেল শিক্ষার সমন্বিত শিক্ষাপদ্ধতি মেধাবিকাশে শিশুর মন ও মননকে পরিশুদ্ধ করে বলেও জানান তারা ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রংপুর জুম্মাপাড়া মাদরাসার নুরানী একাডেমী বিভাগের ক্লাস উদ্বোধন ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জুম্মাপাড়া মাদরাসার মহাপরিচালক হাফেজ মাও. ইদ্রীস আলী, সর্বোচ্চ কওমী শিক্ষাবোর্ড হাইআতুল উলয়া পরিচালনা কমিটির সদস্য ও তানজিম বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইউনুস, শায়খুল হাদীস মুফতি এহতেশামুল হক, শায়খুল হাদীস মুফতি জসীম উদ্দীন, শিক্ষাসচিব মুফতি নাজমুলক, জুম্মাপাড়া সদর জামে মসজিদের খতিব একাডেমীর বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা মাহমুদুর রহমান, ইসলামী যুব আন্দোলন রংপুর মহানগরের সভাপতি হাফেজ জয়নাল আবেদীন ও প্রবচন মিডিয়ার পরিচালক মাওলানা কাজী হামদুল্লাহ প্রমুখ। এছাড়াও জেলার অন্যান্য নুরানী একাডেমী বিভাগের শিক্ষক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ভুলে ভরা শিক্ষাব্যবস্থার এই সময়ে শিক্ষার্থীদের মাঝে সঠিক শিক্ষার আলো পৌছানো একটি চ্যালেঞ্জিং কাজ। তবে এই চ্যালেঞ্জকে গ্রহণ করা ছাড়া শিক্ষাব্যবস্থাকে আলোয় ফিরিয়ে আনার কোন বিকল্প নেই। দেশের নুরানী একাডেমী বিভাগগুলো অনেকটা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার পথেই অগ্রসর হচ্ছে।

বক্তারা বলেন, সময়ের চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখতে পারায় অভিভাবকরাও দিন দিন নুরানী একাডেমীর দিকে ঝুঁকছে। রংপুরের জুম্মাপাড়া মাদরাসা নুরানী একাডেমী এর উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিবছরের শুরুতে এই প্রতিষ্ঠানে ভর্তির সময় শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়ে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের।

একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা মাহমুদুর রহমান জানান, এ প্রতিষ্ঠান থেকে তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর গত শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষায় ৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে শতভাগ পাশসহ জিপিএ ৫ পেয়েছে ৭৬ জন শিক্ষার্থী।

তিনি আরও জানান, বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় সারাদেশ থেকে অংশগ্রহণকারী ৭,৩৭,০২৯ জন পরীক্ষার্থীর মাঝে জুম্মাপাড়া মাদরাসা নুরানী একাডেমী থেকে সেরা ২০ এ স্থান পেয়েছে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠসহ ১৮ জন শিক্ষার্থী।

অনুষ্ঠানে ২০২৪ শিক্ষাবর্ষে প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ২০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন রংপুর জুম্মাপাড়া মাদরাসার মহাপরিচালক হাফেজ মাওলানা ইদ্রীস আলী।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ