শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৪ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নগদ অর্থ, মেধাতালিকা স্মারকসহ চার শতাধিক পুরস্কার বিতরণ করেছে জামিয়া গহরপুর ভারতের মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের সংস্কার কেন ভোটাধিকার-গণতন্ত্রের বিকল্প হবে, প্রশ্ন রিজভীর বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি ৩ লাখের বেশি ভারতে সংশোধিত ওয়াকফ আইন স্থগিতের ঘোষণা তালেবানের ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা উঠিয়ে নিল রাশিয়া ২৫ মার্চ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ ওয়াক্ফ বিল গোটা উপমহাদেশের কষ্টের কারণ হবে: খেলাফত মজলিস ২ দিনের জন্য ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বরিশাল সিটি নির্বাচন-২০২৩ বাতিল ও হাতপাখাকে বিজয়ের দাবিতে মামলা

উলিপুরে কয়েলের আগুনে পুড়ল দিনমজুরের ঘর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে কয়েলের আগুনে এক দিনমজুরের তিনটি ঘরসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার (৯ এপ্রিল) রাত পৌনে ৩টার দি‌কে উপজেলার থেতরাই ইউনিয়নের রামপ্রসাদ হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত আম্বার হোসেনের ছেলে হোসেন আলী প্রতিদিনের ন্যায় বুধবার রাতে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দেন। এরপর রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন।

মধ্যরাতে হঠাৎ কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন ধরে। মুহূর্তে তা বাড়ির চার‌দি‌কে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনে গোয়াল ঘরসহ তিনটি ঘর, আসবাবপত্র, ধান, চাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দিনমজুর হোসেন আলী জানান, তার অন্তত দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তবে ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে।’

এসএকে/

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ