সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি

মহেশখালীতে থানা পুলিশের সাড়াশি অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রতিদিনের মত এই অভিযান অব্যাহত রেখেছে মহেশখালী থানা পুলিশ।

থানা সূত্রে জনা যায়, ২৫ নভেম্বর (সোমবার) গভীর রাতে মহেশখালী থানার ওসি তদন্ত তাজ উদ্দিনের দিক নির্দেশনায়, মহেশখালী থানার অভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৭টি জিআর ও ৬টি সিআর পরোয়ানাভুক্ত মোট ১১জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জিআর ০৭ টি পরোয়ানা ভুক্ত আসামী- শামসুল আলম, পিতা- বকসু মিয়া, জিআর পরোয়ানা ০২টি। সাং- ফকিরাঘোনা, নোনাছড়ি, ইউপি- কালামারছড়া, থানা- মহেশখালী, মোহাম্মদ উল্লাহ, পিতা- মোঃ আলী, সাং- আধারঘোনা, ইউপি- কালামারছড়া, থানা- মহেশখালী,এরশাদ উল্লাহ(৩৫), পিতা- মৃত নেছার, মোঃ সোনা মিয়া(৫৭), পিতা- আবু শামা, (০২টি জিআর পরোয়ানাভুক্ত), উভয় সাং- তাজিয়াকাটা, কুতুবজুম ইউপি, থানা- মহেশখালী, জাফর আলম, পিতা- মৃত বশির আহমদ, সাং- মুন্সিডেইল, বড় মহেশখালী ইউপি, থানা- মহেশখালী, সি আর পরোয়ানা ভুক্ত আসামী। মাসুকা বেগম, স্বামী- ফরিদুল আলম, রাহেনা বেগম, স্বামী- জাফর আলম, জাফর আলম, পিতা- মৃত বাচা মিয়া, ফরিদুল আলম, পিতা- মৃত বাচা মিয়া, সোলাইমান, পিতা- মৃত ঠান্ডামিয়া, জমির উদ্দিন প্রঃ কালা বাশি, পিতা- মৃত ঠান্ডামিয়া। সর্বসাং- মুন্সির ডেইল, বড় মহেশখালী ইউপি, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার।

মহেশখালী থানার ওসি তদন্ত তাজ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক বিশেষ এই অভিযান চলমান থাকবে।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ