সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বৃষ্টির সময় কাবা তাওয়াফে ব্যস্ত ওমরাকারীরা, ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের কারণে বদলে গেছে পৃথিবীর চালচিত্র। বাদ যায়নি মক্কা অঞ্চলও। যে কারণে এই সময়েও সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির দেখা মিলছে।

রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে বৃষ্টির খবর পাওয়া গেছে।

দেশটির সংবাদ মাধ্যম আল আখবারিয়া জানিয়েছে, বৃষ্টির সময় উমরা পালনকারীরা ইহরাম পরিহিত অবস্থায় পবিত্র কাবা প্রাঙ্গণে আসরের নামাজ আদায় করেছেন। বৃষ্টির সময় তাদের নামাজ আদায় ও তাওয়াফের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, পবিত্র ওমরা পালনকারীরা বৃষ্টির সময় মসজিদে হারামে আসরের নামাজ আদায় করছেন, পবিত্র কাবা তাওয়াফসহ অন্যান্য নফল ইবাদতে মশগুল রয়েছেন। অনেককে এ সময় কান্নাসহকারে হাত তোলে মোনাজাতও করতে দেখা যায়।

মৌসুম পরিবর্তনের এই সময়ে বৃষ্টির বিষয়ে আবহাওয়াবিদরা আগে থেকেই সতর্ক করেছিলেন। মক্কায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখে, মসজিদে হারামের পরিচালনা পরিষদ উমরা পালনকারীদের নিরাপত্তায় নানা পদক্ষেপ গ্রহণ করে। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধদের বৃষ্টির সময় মাতাফের (কাবা চত্বর) পরিবর্তে মসজিদে হারামের অংশে তাওয়াফের পরামর্শ দেয়।

সেই সঙ্গে দ্রুত বৃষ্টির পানি নিষ্কাষণে অতিরিক্তি লোক নিয়োজিত রাখা হয়। বৃষ্টির কোনো বিরূপ প্রভাবে যেন উমরাকারীদের কষ্ট না হয়, তাই কর্তৃপক্ষ দ্রুত পানি নিষ্কাষণ থেকে শুরু করে কাবা প্রাঙ্গণ পরিচ্ছন্ন করার কাজ শুরু করে দেন। এ সময় তাওয়াফকারীদের যেন কোনো ধরনের সমস্যা নয়, তাদের ইবাদতে বিঘ্ন না ঘটে- তা নিশ্চিত করার চেষ্টা করেন তারা। সেই সঙ্গে বৃষ্টিজনিত যেকোনো সমস্যার মোকাবেলায় জরুরি চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ