মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর সারা দেশের বিভিন্ন স্থান ও বিশ্ববিদ্যালয়ের মতো মৌলভীবাজারে আনন্দ মিছিল করা হয়েছে।
গতকাল রাত ১১টায় সাধারণ শিক্ষার্থী ও আমজনতার উদ্যোগে মৌলভীবাজারের চৌমুহনী পয়েন্ট থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে আসে। এ সময় মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এ সময় তাদের ‘হই হই রই রই / ছাত্রলীগ গেলি কই’ ‘এই মুহূর্তে খবর এলো/ ছাত্রলীগ মারা গেল’, ‘ছাত্রলীগ জঙ্গি/ খুনি হাসিনার সঙ্গী’, ‘ছাত্রলীগ গর্তে/ খুনি হাসিনা ভারতে’, ‘হইহই রইরই, সন্ত্রাসলীগ গেলি কই’; ‘এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
এনএ/