বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের কবর জিয়ারত করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। এসময় জুলাই বিপ্লবে শহীদ পরিবারে আর্থিক সহায়তা দিল দেশের সর্বৃহৎ অরাজনৈতিক এই সংগঠনটি।
আজ ২২ আগষ্ট বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ফতেহপুর গ্রামের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাহদী, বারোপাইকা গ্রামের শহীদ জসিম উদ্দিন, তেলিকান্দি গ্রামের শহীদ রাইহান উদ্দিনের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি মোবারকুল্লাহ, আল্লামা মেরাজুল হক কাসেমী, আল্লামা জহিরুল ইসলাম, মাওলানা আব্দুল হাফিজ্, মুফতী মামুনুর রশিদ, মুফতি বরকত উল্লাহ, মাওলানা হোসাইন আহমদ, মুফতী উসমান প্রমুখ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।
হাআমা/