|| আমানুল্লাহ নাবিল ||
বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট সাইফুল্লাহ হাওলাদার বলেছেন, দেশে বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। এর মধ্যে কওমী একটি। বিশাল একটি জনগোষ্ঠী কওমী মাদরাসা থেকে শিক্ষা গ্রহণ করেন। তাদেরকে রাষ্ট্র থেকে দূরে রেখে সামষ্টিক জাতীয় উন্নয়ন সম্ভব নয়।
আজ শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে তিনি দাবি করেন।
তিনি বলেন, রাষ্ট্রের অনেক জায়গা আছে যেখানে খুব বেশি ট্রাডিশনাল শিক্ষার প্রয়োজন হয় না। যেমন: সৈনিক, কনস্টেবল, ম্যাসেঞ্জার, অফিস সহকারী ইত্যাদি। এসকল পদে এই বিশাল জনগোষ্ঠীর অংশগ্রহণের সুযোগ না থাকাটা একটা বৈষম্য। এটলিস্ট সুযোগ থাকা উচিত।
গণঅভ্যুত্থানে কওমিদের অবদান তুলে ধরে তিনি বলেন, জুলাই, ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম সৈনিক কওমীর শিক্ষার্থীরা। মুক্তিকামী জনতার আজাদীর জন্যে তারা জীবন ও রক্ত বিলিয়েছেন। তাদের উপযুক্ত সম্মানের ব্যবস্থা করা উচিত। দেশ ও জাতির সেবা করার সুযোগ তাদের দিতে হবে।
হাআমা/