শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

ইসলামি লেখক ফোরামের গ্রন্থ সম্মাননা পেলেন মাসউদুল কাদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আতাউল্লাহ নাবহান ||

ইসলামি সাহিত্যচর্চায় অবদানের জন্য বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের গ্রন্থ সম্মাননা-২০২৪ পেলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক মাসউদুল কাদির। তার বই ‘অনুপম সাহাবা’ শিশুসাহিত্যে অবদান রাখায় এ সম্মাননা লাভ করেন তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম আয়োজিত ’লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৪’ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া ১০ জন লেখক তাদের অনন্য ইসলামি সাহিত্যকর্মের জন্য ও ৩ জন প্রতিবেদককেও বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।

সম্মাননা প্রদানকালে ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরেণ্য লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন।

এছাড়া উপস্থিত ছিলেন মাসিক আদর্শ নারীর সম্পাদক আবুল হাসান শামসাবাদী, লেখক অনুবাদক জুবাইর আহমদ আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাব্বানী, বার্তা টোয়েন্টিফোরের সহকারী সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের বার্তা সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগীয় প্রধান মিরাজ রহমান, লেখক সাংবাদিক মাসউদুল কাদিরসহ দেশবরেণ্য লেখক-সাহিত্যিক, সাংবাদিক-কলামিস্ট , শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম এবং ফোরামের কেন্দ্রীয় ও সাধারণ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, কওমি মাদরাসায় পড়ুয়া যেকজন আলেম মিডিয়া অঙ্গনে আপন আলোকধারার দ্যুতি ছড়িয়েছেন মাওলানা মাসউদুল কাদির তাদের অন্যতম। মাদরাসা এবং জেনালের উভয় শিক্ষায় শিক্ষিত এই মানুষটির ছড়া লেখার হাত খুবই অভিজ্ঞ। শিক্ষকতার মাধ্যমে মাওলানা মাসউদের কর্মজীবনের সূচনা হয়। শিক্ষকতা এবং মিডিয়া উভয় অঙ্গনে সমানভাবে বর্তমানে তিনি জড়িত রয়েছেন। তার পিতার নাম আলহাজ আমির হোসাইন এবং মাতার নাম সালিমা হোসাইন। হিফজ খিলগাঁও মুহাম্মদীয়া মাদরাসা, চৌধুরীপাড়া শেখ জনুরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসা এবং চট্টগ্রামস্থ  মিয়া ইসলামিয়া পটিয়ায় পড়েছেন তিনি। এছাড়া গোড়ান নাজমুল হক মাদরাসা গুড়ান থেকে দাখিল, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা থেকে আলিম এবং বিআইইউ থেকে বিএ [অনার্স] ও মাস্টার্স সম্পন্ন করেন।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ