আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গারা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
র্যাব ডিজি বলেন, 'মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, ভুয়া পাসপোর্টে বিদেশ পালিয়ে যাচ্ছে। র্যাব এগুলো প্রতিরোধে কাজ করছে।'
র্যাব প্রধান বলেন, ‘নির্বাচনের বছরে আন্দোলন হবে, সরকারবিরোধী দল মাঠে থাকবে এটা স্বাভাবিক। তবে আমরা গণতন্ত্রের ধারা যেন অব্যাহত থাকে সেই দিক-নির্দেশনা মোতাবেক কাজ করব।
এর আগে তিনি এক হাজার নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ারসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেএল/