আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসককে তৃতীয় গ্রেডে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ রোববার (২৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব সারমিন সুলতানা সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশে পরিপেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ২০ চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক শূন্য পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হলো।’
পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে ইন্টারভেনশনাল নিউরোলজির একজন, অ্যাডাল্টা সাইকিয়াট্রির একজন, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজির একজন, ক্লিনিক্যাল নিউরোসার্জারির আটজন, গামা নাইফের একজন ও হেমাটোলজির একজন, রেডিওথেরাপির একজন ও ইএনটি বিভাগের ছয়জন রয়েছেন।
-এসআর