বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ।। ২৭ চৈত্র ১৪৩১ ।। ১২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত অপ্রতিবেশীর আচরণ করেছে: খেলাফত মজলিস চট্টগ্রাম বোর্ডের অসহযোগিতার কারণে পরীক্ষা দিতে পারেনি ৭ দৃষ্টিপ্রতিবন্ধী নোয়াখালীতে বিএনপির মানববন্ধন, অপর পক্ষের বাধা, সংঘর্ষে আহত ৫ রাজশাহী ও লালমনিরহাটে শায়খ হাফীজুদ্দীনের দুইদিনব্যাপী ইসলাহী সফর সম্পন্ন ‘মার্চ ফর গাজা’কে সফল করার আহ্বান হাইআতুল উলয়া’র ভারতীয় ষড়যন্ত্রে আনন্দ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রায় রূপান্তর : হেফাজত গাজায় গণহত্যা বন্ধে ঢাবিতে সাদা দলের মানববন্ধন ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা নেই: বাণিজ্য উপদেষ্টা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান মাওলানা ইসমাইল বেলায়েতের মফস্বলের মাদরাসাগুলো কেন ছাত্র খরায় ভুগছে?

বগুড়ায় মাদরাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ায় মাদরাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (২৭জানুয়ারি) সকালে সদর উপজেলার নামুজা সরদারপাড়ায় নিজের শোবার ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষকের নাম মাওলানা শহিদুল ইসলাম। তিনি এলাকার আজিম উদ্দীনের ছেলে ও নামুজা ফাজিল মাদরাসার শিক্ষক।

মাওলানা শহিদুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার এসআই মন্তাজ আলী জানায়, দেড় বছর আগে শহিদুল ইসলামের স্ত্রী মারা যান। এর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন। মানসিক অসুস্থতা না কমায় চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। তিন দিন আগে তার স্ত্রী সন্তান প্রসব করেন। তাই শহিদুল ও তার স্ত্রী আলাদা কক্ষে থাকতেন। গতকাল সকালে তার স্ত্রী তাকে ফজরের নামাজ শেষে অন্য শোবার ঘরে যেতে দেখেন।

পরে সকাল ৮টার দিকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে তিরের সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় শহিদুলের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এসআই মন্তাজ আলী আরও জানায়, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নামুজা ফাজিল মাদরাসা ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবু জাফর জানান, শহিদুল ইসলাম আরবি পড়াতেন। তিনি ছয় মাস ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

টিএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ