শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬


‘মার্চ ফর গাজা’কে সফল করার আহ্বান হাইআতুল উলয়া’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

আজ দুপুরে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর ভেরিফাইড ফেইসবুক পেইজে এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়।

পোস্টে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং শীর্ষ উলামায়ে কেরাম ইসরাইলী গণহত্যা ও জাতিগত নিধন বন্ধের দাবিতে আগামী শনিবার, ১২ এপ্রিল ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের’ পক্ষ থেকে আহূত ‘মার্চ ফর গাজা’কে সফল করতে দেশের সর্বস্তরের মুসলিম জনতা, উলামায়ে কেরাম ও শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছেন।
 
আল্লামা মাহমুদুল হাসান বলেন, জায়নবাদী ইসরায়েল ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর, বিশেষত নারী-শিশুর ওপর যে নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে, এ ব্যাপারে বিশ্ববিবেককে জাগ্রত করার লক্ষ্যে ‘মার্চ ফর গাজা’র ডাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দলমত নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশ নেই। আল্লাহ তাআলা এই প্রচেষ্টা সফল করুন এবং কবুল করুন।

এমএইচ/

 


সম্পর্কিত খবর