দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।
আজ দুপুরে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর ভেরিফাইড ফেইসবুক পেইজে এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়।
পোস্টে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং শীর্ষ উলামায়ে কেরাম ইসরাইলী গণহত্যা ও জাতিগত নিধন বন্ধের দাবিতে আগামী শনিবার, ১২ এপ্রিল ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের’ পক্ষ থেকে আহূত ‘মার্চ ফর গাজা’কে সফল করতে দেশের সর্বস্তরের মুসলিম জনতা, উলামায়ে কেরাম ও শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছেন।
আল্লামা মাহমুদুল হাসান বলেন, জায়নবাদী ইসরায়েল ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর, বিশেষত নারী-শিশুর ওপর যে নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে, এ ব্যাপারে বিশ্ববিবেককে জাগ্রত করার লক্ষ্যে ‘মার্চ ফর গাজা’র ডাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দলমত নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশ নেই। আল্লাহ তাআলা এই প্রচেষ্টা সফল করুন এবং কবুল করুন।
এমএইচ/