আওয়ার ইসলাম ডেস্ক: অক্টোবর মাসেও কমেছে রেমিটেন্স। এ মাসে ১ দশমিক ৫২ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা আট মাসের মধ্যে সর্বনিম্ন।
২০২১ সালের অক্টোবরে ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছিল বাংলাদেশ। সেই তুলনায় রেমিটেন্স কমেছে ৭ দশমিক ৩৮ শতাংশ।
চলতি অর্থবছরের সেপ্টেম্বরে রেমিটেন্স বাবদ এসেছিল ১ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। সে হিসেবে এক মাসে রেমিটেন্স কমেছে ১ শতাংশের মত।
অর্থবছরের প্রথম দুই মাসে আসা রেমিটেন্সের পরিমাণ ২ বিলিয়ন ডলারে ওপরে ছিল। কিন্তু অগাস্ট থেকেই প্রবাসী আয়ের প্রবাহ ধারাবাহিকভাবে কমছে। তারপরও চার মাসের হিসাবে রেমিটেন্সে প্রবৃদ্ধি ধরে রাখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে ব্যাংকিং চ্যানেলে মোট ৭ দশমিক ১৯ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে এসেছে। এই অংক গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেশি। আগের অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ৭ দশমিক ০৫ বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছিল বাংলাদেশ।
এ বছর অক্টোবর মাসে ব্যাংকিং চ্যানেলে দৈনিক গড়ে ৪ কোটি ৯২ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। অথচ সেপ্টেম্বরেও দৈনিক গড়ে ৫ কোটি ১০ লাখ ডলার এসেছিল। গত আগস্টে এই পরিমাণ ছিল ৬ কোটি ৫৭ লাখ, জুলাইয়ে ৬ কোটি ৭৬ লাখ ডলার।
রেমিটেন্সে ১২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে শুরু হয়েছিল চলতি অর্থবছরের প্রথম মাস। দ্বিতীয় মাস আগস্টে প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ৫৮ শতাংশ। কিন্তু ছন্দ পতন ঘটে তৃতীয় মাস সেপ্টেম্বরে। ওই মাসে গত বছরের তুলনায় ১০ দশমিক ৮৫ শতাংশ কম এসেছিল রেমিটেন্স। অক্টোবরে রেমিটেন্স আরও কমলো।
অথচ এক বছরের জন্য ঘোষিত এবারের মুদ্রানীতিতে রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে দেশে ২ হাজার ১০০ কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছিল। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে রেমিটেন্স বা বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পাঠানো অর্থ। মূলত এর উপর ভিত্তি করেই দেশের রিজার্ভ সমৃদ্ধ হয়েছে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ কারণে বাড়তে থাকা আমদানি চাপের বিপরীতে রপ্তানি ও রেমিটেন্স সে হারে না বাড়ায় রিাজার্ভের ওপর চাপ পড়েছে।
রেমিটেন্স প্রবাহ বাড়াতে নগদ প্রণোদনার হার ২ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করাসহ একাধিক সুবিধা দিয়ে যাচ্ছে সরকার। গত ২ জুলাই মাসে এক দিনে যে কোনো অংকের অর্থ পাঠানোর সুযোগ দেওয়া হয়েছিল। তুলে দেওয়া হয়েছে রেমিটেন্স পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্রের বাধ্যবাধকতাও। এরপরও প্রবাসী আয়ের পরিমাণ গত দুই মাসে একটু কমল। তাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে ৩৫ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
-এসআর