আওয়ার ইসলাম ডেস্ক: ১০ ডিসেম্বরের পর বিএনপিকে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ সোমবার (৩১ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত আওয়ামী যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মুক্তিযুদ্ধমন্ত্রী।
মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১০ ডিসেম্বরের পর থেকে নাকি দেশ খালেদা জিয়ার কথায় চলবে। আমার প্রশ্ন খালেদা জিয়া কি জনগণের ভোটে নির্বাচিত? দেশের মানুষ কি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে? আমরা জানতে চাই তারা কীভাবে সরকার গঠন করবে?
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, কীভাবে ১১ ডিসেম্বর থেকে আপনারা রাষ্ট্র চালাবেন তা পরিষ্কার করেন। সংবিধানের কোন বিধানে ক্ষমতায় আসবেন? ১০ ডিসেম্বরের পর আপনারা তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় দেখতে চান কিনা এটা পরিষ্কার করেন।
সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বিএনপি দেশকে আবারও ব্যর্থ রাষ্ট্র বানাতে চাচ্ছে। তাদের সময় দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যেভাবে ব্যর্থ হয়েছিল, তেমনি তারা আজও দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করছে।
-এসআর