আওয়ার ইসলাম ডেস্ক: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে সরকারের বিশেষ একটি সিন্ডিকেট বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, ‘সরকার দ্রব্যমূল্যের লাগাম টানতে পারছে না। কারণ সরকারের হাতে লাগাম নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে সরকারের বিশেষ একটি সিন্ডিকেট।’
আজ সোমবার (৩১ অক্টোবর) কুমিল্লা নগরীর একটি হোটেলের কনফারেন্স কক্ষে কুমিল্লা বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে বানচাল করার জন্য শ্রমিকদের দিয়ে পরিবহন ধর্মঘটে বাধ্য করছে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে।’
তিনি আরও বলেন, ‘এই সরকার ব্যর্থ সরকার। এই সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন, লোডশেডিং বলতে কোনো শব্দ থাকবে না বাংলাদেশে। অথচ আজ বাংলাদেশের চিত্র দেখেন, লোডশেডিংয়ের কারণে আমাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।’
আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
-এসআর