আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকাকে টেকসই করতে হলে দখলদারদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, দখল করা খালের সীমানা চিহ্নিত করা হচ্ছে। সিএস দাগে খালের সীমানা নির্ধারণ করতে হবে।
শনিবার (২৯ অক্টোবর) বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২২ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সে (বিআইপি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন আতিক।
জনঘনত্ব, বাসযোগ্যতা ও টেকসই উন্নয়ন শীর্ষক এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
গোলটেবিল বৈঠকে বক্তারা, ঢাকা শহরকে বাসযোগ্য ও টেকসই করে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান।
‘আমার গ্রাম আমার শহর’, বিকেন্দ্রীকরণের এবং ড্যাপ বাস্তবায়নের জন্য সরকারিভাবে উদ্যোগ নিতে হবে বলে উল্লেখ করেন তারা।
-এসআর