বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

জ্ঞান চর্চায় মুসলিম নারীদের অবদান' শীর্ষক সেমিনার শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুনতাদা আন নাদভীয়্যিন বাংলাদেশ ৮০০০ মুসলিম নারী মুহাদ্দিসাদের জীবনি সম্বলিত ৪৩ খণ্ডে রচিত ‘আল ওয়াফা বিন নিসা আল মুহাদ্দিসাত’ এর আলোকে জ্ঞান চর্চায় মুসলিম নারীদের অবদান শীর্ষক সেমিনারের আয়োজন করেছে।

শুক্রবার (২৮ অক্টোবর) রাজধানী ঢাকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বায়তুল মোকাররমে দুপুর ২ টায় এ সেমিনার অনুষ্ঠিত হবে।

প্রথম অধিবেশন: ২ টা থেকে ২:৪০ মিনিট (নারীদের জন্য)
দ্বিতীয় অধিবেশন: ২:৫০ মিনিট থেকে ৪ পর্যন্ত (পুরুষদের জন্য)

প্রধান মেহমান: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক গবেষক বিশ্ববিখ্যাত মুসলিম স্কলার প্রফেসর ডক্টর মুহম্মাদ আকরাম নদভী লন্ডন।

আমন্ত্রিত অতিথিবৃন্দ মাওলানা উবায়দুর রাহমান খান নদভী, মাওলানা মুহাব্বুল্লাহ আল বাকী নদভী, মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী নদভী, মাওলানা উবায়দুল কাদের নদভী, মাওলানা ইয়াইয়া ইউসুফ নদভী, মাওলানা জুলফিকার আলী নদভী কাসেমী

সভাপতিত্ব করবেন, মাওলানা মুহাম্মদ সালমান। পরিচালনায করবেন, মাওলানা আশরাফ আলম কাসেমী নদভী।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ