আওয়ার ইসলাম ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, সিত্রাং এখন পুরোটাই বাংলাদেশের ওপর আঘাত হানবে। ভারতের কোথাও আঘাত হানার কোনো সম্ভাবনা নাই।
আজ সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান ত্রাণ প্রতিমন্ত্রী।
ডা. এনামুর রহমান বলেন, সন্ধ্যার মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ৭ হাজার ৩০টি শেল্টার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজন সরিয়ে আনা হচ্ছে। শতভাগ লোককে নিরাপদে সরিয়ে আনতে পারবো আশা করি।
তিনি বলেন, সিত্রাং মোকাবিলায় সেনা, নৌ, কোস্টগার্ড একসঙ্গে কাজ করছে। ১৫ জেলায় ২৫ লাখ লোককে আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে। প্রতিটি জেলায় ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শেল্টারগুলোতে শুকনা ও রান্না খাবারের ব্যবস্থা থাকবে।
সিত্রাং সিডরের মতো ধ্বংসাত্মক হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিডর ছিল সুপার সাইক্লোন, সিভিয়ার সাইক্লোনের পর আরেকটি স্টেপ রয়েছে ভেরি সিভিয়ার সাইক্লোন। তারপর সুপার সাইক্লোন। বাতাসের গতিবেগ ৮০ থেকে ১০০ কিলোমিটার হলে সেটাকে সিভিয়ার সাইক্লোন বলা হয়। এটা ভেরি সিভিয়ার সাইক্লোন কিংবা সুপার সাইক্লোন হওয়ার মতো আপাতত কোনো সম্ভাবনা নেই।
চূড়ান্তভাবে সিত্রাং কখন বাংলাদেশে আঘাত হানবে জানতে চাইলে তিনি বলেন, আবহাওয়া বৃত্তের মতে সিত্রাং মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৬টা থেকে সাড়ে ছয়টার মধ্যে আঘাত হানবে। এটা উত্তর পশ্চিম থেকে শার্প টার্ন নিয়ে উত্তর-পূর্ব দিকে চলে আসছে। সিত্রাং এখন পুরোটাই বাংলাদেশের ওপর আঘাত হানবে। ভারতের কোথাও আঘাত হানার কোনো সম্ভাবনা নাই।
-এসআর