আওয়ার ইসলাম ডেস্ক: সাধারণ ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে ৫৫ টাকায় চিনি বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
রাজধানীতে সোমবার (২৪ অক্টোবর) দুপুরের পর থেকে ১১টি এলাকায় সাশ্রয়ী মূল্যে এ চিনি বিক্রি করা হবে।
এলাকাগুলো হলো— মালিবাগ রেলগেট সুপার মার্কেট, মুগদা মেডিকেল কলেজ সংলগ্ন, নিউমার্কেট, মিরপুর ১০ গোলচত্বর, রামপুরা বাজার, মতিঝিল শাপলা চত্বর, শান্তিনগর বাজার, মোহাম্মদপুর টাউন হল বাজার, কাওরান বাজার, টিসিবি চত্বর এবং খামারবাড়ি ফার্মগেট।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, আজ রাজধানীর ১১টি এলাকায় সর্বসাধারণের জন্য চিনি বিক্রি করা হবে। এই প্রোগ্রাম সবার জন্য উন্মুক্ত। এছাড়াও নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে চলমান বিক্রি কার্যক্রম অব্যাহত আছে।
এর আগে রোববার টিসিবির পক্ষ থেকে বিশেষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে টিসিবির পক্ষ থেকে সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১টা থেকে চিনি বিক্রি কার্যক্রম শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। একজন ভোক্তা ৫৫ টাকা দরে সর্বোচ্চ এক কেজি করে চিনি কিনতে পারবেন।
-এএ