আওয়ার ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাব ইতোমধ্যেই শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ মুহূর্তে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে সদা দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
আজ সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে সদা দৃষ্টি রাখতে হবে এবং প্রয়োজনে বিপদগ্রস্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বিশেষ প্রচারের ব্যবস্থা করা যেতে পারে। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা এবং প্রস্তুত থাকার ব্যাপারে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা গেল।
-এএ